বিরহামা বসে হায় মরি কিসে

বিরহামা বসে, হায় মরি কিসে। বিনে পূর্ণশশী বদনা।। হৃদ কুঞ্জ দীপ্তি, মোহন মুরতি। আছিল এতেক জানি না।। বিচ্ছেদ তপনে, প্রাণ সখা বিনে। পাই কেন এত তাড়না। সুখাশ্রয় ছলে, সখা কদম তলে। আছিল এতেক জানি না।। প্রেম কাঁটা বনে, পেনু অকারণে। ঘুরিয়ে এতেক যাতনা। রাঙ্গা পদ চূর্ণ, নয়ন আঞ্জন। আছিল এতেক জানি না।। নয়নেরি বাণে, হানিছ […]

বিরহামা বসে, হায় মরি কিসে।
বিনে পূর্ণশশী বদনা।।
হৃদ কুঞ্জ দীপ্তি, মোহন মুরতি।
আছিল এতেক জানি না।।

বিচ্ছেদ তপনে, প্রাণ সখা বিনে।
পাই কেন এত তাড়না।
সুখাশ্রয় ছলে, সখা কদম তলে।
আছিল এতেক জানি না।।

প্রেম কাঁটা বনে, পেনু অকারণে।
ঘুরিয়ে এতেক যাতনা।
রাঙ্গা পদ চূর্ণ, নয়ন আঞ্জন।
আছিল এতেক জানি না।।

নয়নেরি বাণে, হানিছ পরাণে।
পুনঃ ধৈর্য ধরা যায় না।
ধনু আর শর, নয়ন মাঝার।
আছিল এতেক জানি না।।

বন বৃন্দাবনে, খোঁজি প্রাণপণে।
কোথায় সে ধন পাই না।
হৃদয় বাসরে, লুকিয়ে নিবিড়ে।
আছিল এতেক জানি না।।

বুঝে ছিলেম আমি, সেই প্রাণস্বামী।
আছয়ে তাঁহার ঠিকানা।
নিকাষ্য বিহীন, শূন্য নিকেতন।
আছিল এতেক জানি না।।

মকবুল বলয়, তিনি সর্বময়।
সর্বদ্রব্য তাঁর নিশানা।
বাবাজি মাওলানা উজ্জ্বল আয়না।
আছিল এতেক জানি না।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

বিরহামা বসে হায় মরি কিসে