বানা রশি গামছা গায়

বানা রশি গামছা গায়, আয়না ধরি সিতা পারে বন্ধু খিড়কির দরজায়। পুরুষের পাগলা মন, মাতায় চক্ষের ইশারায়।। মোহন বাঁশি তুলা রাশি স্বামী নাই ঘরে, মনের মতন রসিক পাইলে, তবে মাতাই আদরে। যুবক নারী কাইল্যা বাড়ি, কত রসিক আসে যায়।। এমন কোঠা নয় দরজা, মধ্যম তালা বন, সেই তালা খুলিতে পারলে, অভাই সে বড় সুজন। চাবি […]

বানা রশি গামছা গায়,
আয়না ধরি সিতা পারে বন্ধু খিড়কির দরজায়।
পুরুষের পাগলা মন, মাতায় চক্ষের ইশারায়।।

মোহন বাঁশি তুলা রাশি স্বামী নাই ঘরে,
মনের মতন রসিক পাইলে, তবে মাতাই আদরে।
যুবক নারী কাইল্যা বাড়ি, কত রসিক আসে যায়।।

এমন কোঠা নয় দরজা, মধ্যম তালা বন,
সেই তালা খুলিতে পারলে, অভাই সে বড় সুজন।
চাবি পাইতাম খুলি চাইতাম, কোন পালঙ্কে বন্ধু নিদ্রা যায়।।

কয় হীন খাইরুজ্জামা, কোথায় গেলে পাই,
লাগত পাইতাম, কোলে লইতাম পান খিলি খাবাই।
পয়সা পাইতাম কিনি দিতাম, সুরমা লাগাইতাম গায়।।

লেখক: মাস্টার খাইরুজ্জামা

error:

বানা রশি গামছা গায়