বাজিছে রণ ভেরী গগন বিদারী,
আর কেন ঘুমে অচেতন।
হিংসা নিন্দা আরাতিরে,
বধিতে কটাক্ষ স্বরে
নয়নে জুরিছে সম্মোহন।।
পাপী রাহা বাতাইতে,
নেকি বন্দা উদ্ধারিতে,
ভাণ্ডারেতে দিলের দরশন।।
পাপ তাপ শোক জরা
ঘৃণা লজ্জা ভয় ইহারা,
এ যুদ্ধেতে হইবে নিধন।।
বাবার মহিমা গুণে,
পাতকী ঘাতকীগণে,
শান্তি রাজ্যে করিবে গমন।
রমেশ বলে মনোসাধে,
জয় ভাণ্ডারী সিংহনাদে
হুঙ্কারে কাঁপাও ত্রিভুবন।।