বহু বাধা আছে যেই পথে,
ভয় করলে তুই পারবি নারে পার হতে।
কত ঝড় ঝাপটা চলিয়ে যাবে অটল থাকবি তাহাতে।।
বনে গেলে হিংস্র জন্তুর ভয়,
মান অপমান বিষয় বিত্ত ঘরেও কম নয়,
তোরে বাধা দিবে সকল সময় নফছগণে দেহেতে।
মুছা বাধা দে ফেরাউনে,
ইব্রাহিম খলিলকে ঢেলে দিল আগুনে,
তব্রেজীর চামড়া খুলেনে, মনছুরকে দে শুলিতে।
শত্রু হবে পাড়া পড়শিগণ,
সমাজ নমাজ বদ্ধ করে করবে জ্বালাতন।
তোর ঘরের নারী হবে বৈরী গঞ্জনা খেতে শুইতে।
খন্নাচ কাষোর ডাকিবে শয়তান,
মাইজভাণ্ডারীর কদমেতে ঠিক রেখ ঈমান।
কয় রমেশে দেখবি শেষে বাবা ডাকবে জগতে।