বল আমি আর মরব কি

বল আমি আর মরব কি, বল আমি আর মরব কি। মম প্রাণ নিজ প্রিয়ার হাতে সৈপাছি।। বন্ধেরে সপিয়াছে মন, বল তার কেনে হবে এই ভবে মরণ। প্রাণী হারা জনের আর যমে আসি হরবে কি।। কিন্তু এক ভেদ ওদান্দর, প্রিয়ের হুকুম আছে হওয়া লোকান্তর। মানবে দেখয়ে মত, মুদিয়ে থাকমু দু’আঁখি।। ছালামেরি মুদনে কি ভয়, যদি প্রিয়ে […]

বল আমি আর মরব কি, বল আমি আর মরব কি।
মম প্রাণ নিজ প্রিয়ার হাতে সৈপাছি।।

বন্ধেরে সপিয়াছে মন,
বল তার কেনে হবে এই ভবে মরণ।
প্রাণী হারা জনের আর যমে আসি হরবে কি।।

কিন্তু এক ভেদ ওদান্দর,
প্রিয়ের হুকুম আছে হওয়া লোকান্তর।
মানবে দেখয়ে মত, মুদিয়ে থাকমু দু’আঁখি।।

ছালামেরি মুদনে কি ভয়,
যদি প্রিয়ে গাউসুল আজম হৃদতে থাকয়।
থাক বা না থাক বন্ধু আমি তোমার হইয়েছি।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী

error:

বল আমি আর মরব কি