বন্ধু সুখের দিনে দুঃখের আগুন

বন্ধু সুখের দিনে দুঃখের আগুন দিলা অন্তরে। বসন্তে অশান্ত করি জ্বালা দিলা আমারে। ফাল্গুন চৈত্র মাস, বন্ধু সনে প্রতি ঘরে কতই উল্লাস, তুমি মোরে করে নৈরাশ গেলে আজ কোথাকারে। বাইশ তারিখ সোমবার, কি দোষ পেয়ে ছেড়ে গেলে না দেখিলাম আর, সে অবধি দেশে দেশে তালাশ করি তোমারে। আগে হরে নিয়া মন তার পরে কাঁদাইলে যাবত […]

বন্ধু সুখের দিনে দুঃখের আগুন দিলা অন্তরে।
বসন্তে অশান্ত করি জ্বালা দিলা আমারে।

ফাল্গুন চৈত্র মাস, বন্ধু সনে প্রতি ঘরে কতই উল্লাস,
তুমি মোরে করে নৈরাশ গেলে আজ কোথাকারে।

বাইশ তারিখ সোমবার, কি দোষ পেয়ে ছেড়ে গেলে না দেখিলাম আর,
সে অবধি দেশে দেশে তালাশ করি তোমারে।

আগে হরে নিয়া মন তার পরে কাঁদাইলে যাবত জীবন,
দারূনি বিচ্ছেদ হুতাশন, নিভাব কেমন করে।

পাগল রমেশ বলে, তোমার প্রেমে এত দুঃখ ছিল কপালে,
দেখব এবার আর কত দুঃখ আছে তোমার ভাণ্ডারে।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

বন্ধু সুখের দিনে দুঃখের আগুন