ফকিরী প্রাণের ক্রিয়া শিখিলে

ফকিরী প্রাণের ক্রিয়া শিখিলে কি শিখা যায়, প্রাণের টানে প্রেমের খেলা সেকি কারে কেউ শিখায়। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করি আজীবন মুণ্ড মারি, ঝুন্না গলে মালা ঠেলে এতে কি ফকিরী পায়। মোরাকাবা মোশাহেদা, এছবাতে নফীর কায়েদা, ফনা বকার ব্যাখ্যা দিলে তাতে কিবা আসে যায়। কেতাবে যা লেখা আছে, শিখে নিয়ে কারো কাছে, নাছুত মলকুতের কথা বলে ফকিরী […]

ফকিরী প্রাণের ক্রিয়া শিখিলে কি শিখা যায়,
প্রাণের টানে প্রেমের খেলা সেকি কারে কেউ শিখায়।

ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করি আজীবন মুণ্ড মারি,
ঝুন্না গলে মালা ঠেলে এতে কি ফকিরী পায়।

মোরাকাবা মোশাহেদা, এছবাতে নফীর কায়েদা,
ফনা বকার ব্যাখ্যা দিলে তাতে কিবা আসে যায়।

কেতাবে যা লেখা আছে, শিখে নিয়ে কারো কাছে,
নাছুত মলকুতের কথা বলে ফকিরী দেখায়।

অন্তরে নাই প্রেমের ব্যথা, মুখেতে ফেরবী কথা,
নিজে অন্ধকারে থাকে পরেরে আলো বাতায়।

কলবে তার নাই হাল, ফকিরীতে মারে গাল,
ছোট মুখে বড় কথা পথে ঘাটে বলে যায়।

না জানে কবিত্ব নীতি, গাহে লোকের কুৎসা গীতি,
সুর-ছন্দের নাই মিল মেয়ে লোকের হাওলা গায়।

মোর্শেদের তাওয়জ্জু ছাড়া, সেতো বটে জিতা মরা,
মরার কথা ধরলে পরে জাহান্নামের দ্বারে যায়।

বক্তপুরীর শক্ত কথা, শুনে লাগে মনে ব্যথা,
সত্য গুরু নাই যার আসল কথা কে জানায়।

মাইজভাণ্ডারে প্রেমের খেলা, খোদা রসূলের মেলা,
অপ্রেমিকে জানবে কিসে প্রেমিকে যা দেখতে পায়।

তাসাউফের কেতাবাদি, মছনবী দেখিত যদি,
বক্তপুরীর ভ্যার্যা কেনে এরূপ বকিয়া যায়।

জন্ম অন্ধের কথা ছাড়, তার কপালে ঝাড়ু মার,
করিমে কয় চল সবে মাইজভাণ্ডারীর রাঙ্গা পায়।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

ফকিরী প্রাণের ক্রিয়া শিখিলে