প্রেম লহরে ভাসাই মোরে, গাউসুল আজম গেলেন কোথা?
তিনি ধন, তিনি মন, তিনি আমার পিতা-মাতা।।
না দেখে চরণ কমল, সদা দু’নয়ন সজল।
জ্বলছে প্রাণ প্রেমানলে, জীবন হইল বৃথা।।
দেখাইয়া ভালবাসা, দিয়ে গেল সর্বনাশা।
কোথায় গেল প্রাণনাথ, একা মোরে রেখে এথা।।
তোমারি প্রসাদে কত, বাঞ্চাপুরাই শত শত।
অযথা ভ্রমিব কত, এখন মোরে ডাক তথা।।
জগত ত্বরাও তুমি, অপরাধী দাস আমি।
কৃপা করি কর দুঃখী করিমেরে সহায়তা।।