প্রেম নদী ঘাটে দেখি যু

প্রেম নদী ঘাটে, দেখি যু ছুরত্, মুরত্ উচকি হ্যায়, খোদা কা কুদরত। চাঁদ মুকড়া বিজলী, নূরে ঝিলমিলি, ছুরজ কিরণে, মারিছে জ্যোত্।। দেখিতে মুখখানা, উজান ধরে যমুনা, না জানি ছুরত্ মেঁ আছে কি হেকমত। স্বর্গ হুর ছুরতী, কিবা নিরাঞ্জন জ্যোতি, হল ভবের পতি আদম ছুরত।। ছো মোহন মুরতী, হইতে হৃদয় জ্যোতি, না যায়ে ভুলন, সে মহা […]

প্রেম নদী ঘাটে, দেখি যু ছুরত্,
মুরত্ উচকি হ্যায়, খোদা কা কুদরত।
চাঁদ মুকড়া বিজলী, নূরে ঝিলমিলি,
ছুরজ কিরণে, মারিছে জ্যোত্।।

দেখিতে মুখখানা, উজান ধরে যমুনা,
না জানি ছুরত্ মেঁ আছে কি হেকমত।
স্বর্গ হুর ছুরতী, কিবা নিরাঞ্জন জ্যোতি,
হল ভবের পতি আদম ছুরত।।

ছো মোহন মুরতী, হইতে হৃদয় জ্যোতি,
না যায়ে ভুলন, সে মহা মুরত্।
তাঁহার রাঙ্গা পদে, প্রাণ সঁপিয়াছি সাধে,
জেনেছি সেই পদে খোদা কি নেয়ামত্।।

মকবুল মাওলানা করিয়ে বাহানা,
ভবেতে দেখায়ে খোদা কি কুদরত।
দেখায়ে কুদরত, প্রকাশে হেকমত,
হেকমতে ছবপর্ বিতরে রহমত।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

প্রেম নদী ঘাটে দেখি যু