প্রেম নদীর দুই ধারা,
এক ধারাতে বিষের পানি আর এক ধারা রসে ভরা।
যাহারা রস সন্ধানি,
গুরুর কাছে সন্ধান জানি,
প্রেম নদীর ধারা চিনি ঝাঁপিয়ে পড়ে তারা,
প্রেম রসে আকণ্ঠ পুরে থাকে মাতোয়ারা,
যদি রাস্তা হারায় পীর ফিরে চায় মধ্যে মধ্যে দে ইশারা।
রসিক চৈতন্য রসে,
হাঁসের মত রসে ভাসে,
গোপনে অমৃত চোখে, কেহ পায়না সাড়া,
গুপ্ত ধনের ধনি হয় সে ধনে ভাণ্ড পুরা,
তারা রস পিয়ে আর রত্ন তোলে রসিক সুজন ডুবালুরা।
নদীর ধারা না চিনি,
যে ধারায় বিষের পানি,
ঝাঁপ দিলে হয় প্রাণে হানি, অকালে যায় মারা।
গুরু ওঝা ঠিক থাকলে মরেও বাঁচে তারা।
রমেশের কপালের ফলে পেলাম না প্রেমরস ধারা।