প্রেমিক বল কারে তোমরা

প্রেমিক বল কারে তোমরা প্রেমিক বল কারে। চোখের কোণে হাসি রেখা প্রেমিক বলে তারে।। ভানু থাকে আকাশে, পদ্ম জলেতে ভাসে, প্রেম সোহাগে দুইজন মিশে লাখ যোজন দূরে।। ছিল ওয়াজকরনি, নবীর দাঁত পড়ে শুনি, নিজের দাঁত ফেলিল জানি হাবিবের তরে।। প্রেমিকা ছিল জোলেখা প্রেম কি সুধা মাখা, ইউছুপের রূপ ছিল আঁকা হৃদয় মন্দিরে।। প্রেমের নিশা লাগে […]

প্রেমিক বল কারে তোমরা প্রেমিক বল কারে।
চোখের কোণে হাসি রেখা প্রেমিক বলে তারে।।

ভানু থাকে আকাশে,
পদ্ম জলেতে ভাসে,
প্রেম সোহাগে দুইজন মিশে লাখ যোজন দূরে।।

ছিল ওয়াজকরনি,
নবীর দাঁত পড়ে শুনি,
নিজের দাঁত ফেলিল জানি হাবিবের তরে।।

প্রেমিকা ছিল জোলেখা
প্রেম কি সুধা মাখা,
ইউছুপের রূপ ছিল আঁকা হৃদয় মন্দিরে।।

প্রেমের নিশা লাগে যার,
তার সকল একাকার,
আশেকের প্রেম প্রেমের দরবার মওলার ভাণ্ডারে।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

প্রেমিক বল কারে তোমরা