প্রিয়ার মহিমা অপার

প্রিয়ার মহিমা অপার, প্রিয়ার মহিমা অপার। আপ্তরূপে গুপ্ত হৈয়ে হৈলা প্রচার।। চমৎকার তাঁর গুণ, মহিমায় নাই ঊন। সাজায়ে বিচ্ছেদে দর্শী প্রেমের বাজার।। দেখাদি নানান গুণে, নেচে খেলে সর্বস্থানে। প্রেমবাণে হানি প্রাণে, লুকায়ে দিদার।। প্রাণ শিরা হৈতে অধিক, নিকট সেই রসিক। কিন্তু না পায় অন্বেষী সয়াল সংসার।। সর্বত্রে সে বিরাজিত কিন্তু কেহ কদাচিত। ভ্রমি না পাইল […]

প্রিয়ার মহিমা অপার, প্রিয়ার মহিমা অপার।
আপ্তরূপে গুপ্ত হৈয়ে হৈলা প্রচার।।

চমৎকার তাঁর গুণ, মহিমায় নাই ঊন।
সাজায়ে বিচ্ছেদে দর্শী প্রেমের বাজার।।

দেখাদি নানান গুণে, নেচে খেলে সর্বস্থানে।
প্রেমবাণে হানি প্রাণে, লুকায়ে দিদার।।

প্রাণ শিরা হৈতে অধিক, নিকট সেই রসিক।
কিন্তু না পায় অন্বেষী সয়াল সংসার।।

সর্বত্রে সে বিরাজিত কিন্তু কেহ কদাচিত।
ভ্রমি না পাইল এই মহিমা অপার।।

নিস্কলঙ্ক মনোহর, মাওলানাজী প্রেম সাগর।
মকবুলের ছলে পরে কলঙ্কের হার।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

প্রিয়ার মহিমা অপার