প্রিয়ধন কেমন রঙ্গিলা

প্রিয়ধন কেমন রঙ্গিলা, প্রিয়ধন কেমন রঙ্গিলা। জামালী জ্বালালী দুই দেখায়ে লীলা।। বিচ্ছেদে মিলন গুণে, বিরাজিলা ত্রিভুবনে। আপে এক থেকে কত পৃথক হৈলা।। গগণেতে দিবাকর স্বর্গ রম্ভা মনোহর। মানব আঁকারে ভূমি শয্যা সাজাইলা।। মাওলানা মাইজভাণ্ডারে মকবুল কাঞ্চনপুরে। বিচ্ছেদ মিলনে প্রেম দীপ্তি জ্বালাইলা।। লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

প্রিয়ধন কেমন রঙ্গিলা, প্রিয়ধন কেমন রঙ্গিলা।
জামালী জ্বালালী দুই দেখায়ে লীলা।।

বিচ্ছেদে মিলন গুণে, বিরাজিলা ত্রিভুবনে।
আপে এক থেকে কত পৃথক হৈলা।।

গগণেতে দিবাকর স্বর্গ রম্ভা মনোহর।
মানব আঁকারে ভূমি শয্যা সাজাইলা।।

মাওলানা মাইজভাণ্ডারে মকবুল কাঞ্চনপুরে।
বিচ্ছেদ মিলনে প্রেম দীপ্তি জ্বালাইলা।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

প্রিয়ধন কেমন রঙ্গিলা