প্রাণ বন্ধুয়ারে কি রঙ্গ চাও কুলের বাহির করে।
(প্রাণ বন্ধুয়ারে) আগে আমি ছিলা ভাল, সকলে বলিত ভাল,
পড়াপড়শি ভালবাসত মোরে।
এখন বলে দুরদুর, গালাগালি দে প্রচুর,
অসতি কুলটা বলে মোরে।।
(প্রাণ বন্ধুয়ারে) আশা দিয়ে নিরাশ করি, পাড়ার লোক বানাইলা বৈরী,
রঙ্গ দেখ থেকে আড়ে আড়ে।
কুলমানত গেল গেল, যার জন্য দুর্গতি হল,
সেও তুচ্ছ করে দুঃখ বুঝাই কারে।।
(প্রাণ বন্ধুয়ারে) এই কি তোমার ছল চাতুরি, সাজায়ে পথের ভিখারী,
ফিরাইলা নগরে বাজারে।
দয়াল বাবা মাইজভাণ্ডারী, তোমার আশা পূর্ণ করি,
শেষে দেখা দিও রমেশেরে।।