আশেকের পেয়ারা বাবা মাওলানা

আশেকের পেয়ারা বাবা মাওলানানূরের ছবি, হাবিব নবী, মাওলানা ।। ত্রিভুবন একত্র হল, তুলনা নাহিক মিলে ।মাশুকি ছিফত খেলে মাওলানা ।। করিয়ে কটাক্ষ দৃষ্টি প্রাণে করে সুধাবৃষ্টিসোনার সৃষ্টি দিলে, দিলে লাগে না ।। ঝিলিমিলি করে নূর, মনের আঁধার করে দূরহুরপরি ফেরেস্তা নূরে দেওয়ানা ।। সাধন বিনে জন্ম বৃথা কদমে দিয়েছি মাথাকাট মার যাহা কর মাওলানা ।। […]

আশেকের পেয়ারা বাবা মাওলানা
নূরের ছবি, হাবিব নবী, মাওলানা ।।

ত্রিভুবন একত্র হল, তুলনা নাহিক মিলে ।
মাশুকি ছিফত খেলে মাওলানা ।।

করিয়ে কটাক্ষ দৃষ্টি প্রাণে করে সুধাবৃষ্টি
সোনার সৃষ্টি দিলে, দিলে লাগে না ।।

ঝিলিমিলি করে নূর, মনের আঁধার করে দূর
হুরপরি ফেরেস্তা নূরে দেওয়ানা ।।

সাধন বিনে জন্ম বৃথা কদমে দিয়েছি মাথা
কাট মার যাহা কর মাওলানা ।।

রমেশের শেষ হলো দেখা, সময়ে সকলি সখা
সময়াসময়ে সখা মাওলানা ।।

লেখক: কবিয়াল রমেশ শীল

আশেকের পেয়ারা বাবা মাওলানা