প্রাণ প্রিয়া আসবে কবে হে সখীরা বল নারে।
বিরহে প্রাণ যেতেছে বাঁচি নারে বাঁচি নারে।।
কোন রূপে কোন স্থানে, প্রাপ্ত হৈলে সে দর্শনে।
প্রাণ গেলে প্রাণ ধনে আর কভু ছাড়িব নারে।।
বসাইয়া হৃদাসনে, নিরীক্ষিয়ে তাঁর পানে।
অহরহ এ জীবনে আর কিছু হেরিব নারে।।
গাউসে ধন প্রাণ প্রিয়া, মকবুলেরে কর দয়া।
তব ভাবে মজি আমি আর কিছু ভাবিব নারে।।