পাইলাম না বন্ধুয়ার মন

পাইলাম না বন্ধুয়ার মন,ঘুম গেলে কেনে সদা অচেতন।মুখের কথা চোখের ঠাঁরে রইশ্যা বন্ধু ভোলায় মন।। বুঝাইয়ুম কারে মন অ-ভাই,প্রেমেতে পইড়াছি যখন ছাড়বনা তোরে।প্রেম সাগরে ডুম্ব দিলে তুমি আমি এক বরণ।। বাপে পুতে ভাইরে তারা,কি কথা শুনিলাম অ-ভাই আইনত লেখা নাই।কয় হীন খাইরুজ্জামা তোর চরণে মোর মরণ।। লেখক : মাস্টার খাইরুজ্জামা

পাইলাম না বন্ধুয়ার মন,
ঘুম গেলে কেনে সদা অচেতন।
মুখের কথা চোখের ঠাঁরে রইশ্যা বন্ধু ভোলায় মন।।

বুঝাইয়ুম কারে মন অ-ভাই,
প্রেমেতে পইড়াছি যখন ছাড়বনা তোরে।
প্রেম সাগরে ডুম্ব দিলে তুমি আমি এক বরণ।।

বাপে পুতে ভাইরে তারা,
কি কথা শুনিলাম অ-ভাই আইনত লেখা নাই।
কয় হীন খাইরুজ্জামা তোর চরণে মোর মরণ।।

লেখক : মাস্টার খাইরুজ্জামা

error:

পাইলাম না বন্ধুয়ার মন