পরাণ বন্ধুয়া রসিক রতন এত যতন
করিয়ে আমি পেলেম না তারে।
আড়ালে থাকিয়া বাজায় বাঁশী,
উদাসি করিল মোহন সুরে।
বাঁশীতে মজায় কুল বালার কুল,
দুকূল হারায়ে ভাসি দুঃখের সাগরে।
বন্ধুর রূপে এই জগত উজলা,
অবলা মজাল নয়ন ঠারে।
দরশে বন্ধুরে নয়ন জুড়ায়,
পরশে জানি কেমন করে।
হুর গেলেমা পরী খেদমতে মশগুল,
রমেশ আকুল সদা দেখিতে তারে।