পড়ল তরী ঘোর তুফানে

পড়ল তরী ঘোর তুফানে, বাবা মোরে রক্ষা কর। যাতনা সহিব কেনে, অঙ্গ হল ঝরঝর।। সঁপেছিলাম তনমন, তুমি বাবার শ্রীচরণ। উদ্ধার করিবে বলে, আসিলে বিষণ লহর।। বিষম সঙ্কট সম, কে আছে আত্মীয় মম। জগত রক্ষীতা তুমি, করিমেরে কৃপা কর।। লেখক : বজলুল করিম মন্দাকিনী

পড়ল তরী ঘোর তুফানে, বাবা মোরে রক্ষা কর।
যাতনা সহিব কেনে, অঙ্গ হল ঝরঝর।।

সঁপেছিলাম তনমন, তুমি বাবার শ্রীচরণ।
উদ্ধার করিবে বলে, আসিলে বিষণ লহর।।

বিষম সঙ্কট সম, কে আছে আত্মীয় মম।
জগত রক্ষীতা তুমি, করিমেরে কৃপা কর।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

পড়ল তরী ঘোর তুফানে