নিশি পোহাইয়া গেল

নিশি পোহাইয়া গেল, বন্ধু এলোনা, নিঠুর বন্ধু আমার দুঃখ বুঝে না।। আপন বলি যারে, রয়েছি যার আশা ধরে, পাগলিনী বলে মোরে সে ফিরে তো চাহে না। আসবে বলে প্রাণশশী, হৃদ আসন সাজালেম বসি, সুখ শয্যা হল বাসি, ফুলের বিছানা। বন্ধুর প্রেমে পেলেম কষ্ট, অন্তে গরল মুখে মিষ্ট, কষ্ট পেলে সে সন্তুষ্ট কাজে যায় জানা। বুঝতে […]

নিশি পোহাইয়া গেল, বন্ধু এলোনা,
নিঠুর বন্ধু আমার দুঃখ বুঝে না।।

আপন বলি যারে,
রয়েছি যার আশা ধরে,
পাগলিনী বলে মোরে সে ফিরে তো চাহে না।

আসবে বলে প্রাণশশী,
হৃদ আসন সাজালেম বসি,
সুখ শয্যা হল বাসি, ফুলের বিছানা।

বন্ধুর প্রেমে পেলেম কষ্ট,
অন্তে গরল মুখে মিষ্ট,
কষ্ট পেলে সে সন্তুষ্ট কাজে যায় জানা।

বুঝতে নারি তার মর্ম,
ভাঙ্গন গড়ন তারই কর্ম,
আমার কর্ম সেবা ধর্ম সেবা ছাড়বনা।

ভেবে রমেশ হতবুদ্ধি
একেতে নাই চিত্ত শুদ্ধি,
বিলম্বেতে কার্য সিদ্ধি, মনের ধারণা।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

নিশি পোহাইয়া গেল