দেখ যায় সখী

দেখ যায় সখী, রসিক নাগরী।মন প্রাণ হরি আমা জানে মারি।। মিনতি বচনে, পড়ি সে চরণে।বৈলে দেখ আসে কিনা মম বাড়ি।। নব বয়স কালে, কদম্বেরি তলে।কোন দোষে যায়, প্রিয়ে মোরে ছাড়ি।। দিব না দিব না, যেতে দূর দেশে।হৃদে মিশাইব, রেখে তাঁরে ধরি।। নয়নেরাঞ্জন, করি তাঁরে সদা।থাকিব হৃদ দর্পণে তাঁরে হেরি।। তোমারি তাড়না, পারাণী বাঁচে না।টুক দেখা […]

দেখ যায় সখী, রসিক নাগরী।
মন প্রাণ হরি আমা জানে মারি।।

মিনতি বচনে, পড়ি সে চরণে।
বৈলে দেখ আসে কিনা মম বাড়ি।।

নব বয়স কালে, কদম্বেরি তলে।
কোন দোষে যায়, প্রিয়ে মোরে ছাড়ি।।

দিব না দিব না, যেতে দূর দেশে।
হৃদে মিশাইব, রেখে তাঁরে ধরি।।

নয়নেরাঞ্জন, করি তাঁরে সদা।
থাকিব হৃদ দর্পণে তাঁরে হেরি।।

তোমারি তাড়না, পারাণী বাঁচে না।
টুক দেখা দেও গাউস মাইজভাণ্ডারী।।

মকবুল জীবনে, কি লাভ সে বিনে।
নিজ হস্তে মম গলে মার ছুরি।।

লেখক : আবদুল গণি কাঞ্চনপুরী

error:

দেখ যায় সখী