তোর গুণের কি আছে সার,
না ত্বরাইলে আমি দুরাচার।।
আমার মত পাপী কেহ নাই এই সংসারে,
আইলামরে তোর অকুল সাগরে।
পাপী বলে ডুবাইলে কলঙ্ক হবে তোমার।।
পাপের জোরে ডুবাইলে যদি পুণ্যের ফলে জয়,
একি তোমার গুণের পরিচয়।
ছাত্তারী গাফফারী শান কি কাজে আসিবে আর।।
পাপ না করিলে আমি মাফ করিবে কারে,
রহমানী শান তোমার দেখাইবে কারে।
পুণ্যের ফলে ত্বরাইলে বাহাদুরী কি তোমার।।
আমার দোষে দোষী তুমি তোমার গুণে গুণী,
এই তোমার তৌহীদের নিশানী।
তৌহিদের এক ধারা মতে করাইব তোর বিচার।।