তোরা জেনে শুনে ঠকিস না ঠক মৌলভীর ঠকের কথা মানিস না।
ভাণ্ডারীর তরীকা মতে কাজ না কইরা ছাড়িস না।।
বেশী এলম হেজাবুল আকবর
যেখানে সেখানে করে এলমের প্রখর,
সে কি মৌলভী দেখ ভাবি, মূলের খবর রাখে না।।
তাল যন্ত্র হারাম বলে কয়,
সংসারে যত কাজ তালে বেতাল কি হয়,
দেখি তালে ধর্ম তালে কর্ম তাল বিনে কাজ চলে না।।
কবরেতে বাত্তি জ্বালান নাই।
বোগদাদে বড় পীরের রোয়াজা দেখে আসুক চাই,
খোদার পাগল মইলে বাত্তি জ্বলে মৌলভীরা কই জ্বলে না।।
সজিদার মালিক খোদা হয়
জুল্লু জাহান জুড়ে আছে কোরানেতে কয়।
রমেশ বলে সজুদ দিলে খোদা বিনে কেউ পায় না।।