তুমি বিনে কেহ নাই

(বন্ধু) তুমি বিনে কেহ নাই সকলে ভাবে ভিন, তোমা ভাবানলে জ্বলি কাটি রাত্র দিন। প্রেমাধিনী বৈরাগিনী, তোমা প্রেমে কলঙ্কিনী, তুমি যদি ভিন্ন ভাব নছিবের কুদিন। হইয়ে প্রেম দুঃখ ভাগী, ঘরে ঘরে ভিক্ষা মাগী, সকলে ধিক্কার দেয় তোমার অধীন। যৌবন দানে দিয়ে ভিক্ষা, মন প্রাণ কর রক্ষা, তুমিত ভাণ্ডারী পতি হাদী দীন হীন। লেখক: আবদুল হাদী […]

(বন্ধু) তুমি বিনে কেহ নাই সকলে ভাবে ভিন,
তোমা ভাবানলে জ্বলি কাটি রাত্র দিন।

প্রেমাধিনী বৈরাগিনী, তোমা প্রেমে কলঙ্কিনী,
তুমি যদি ভিন্ন ভাব নছিবের কুদিন।

হইয়ে প্রেম দুঃখ ভাগী, ঘরে ঘরে ভিক্ষা মাগী,
সকলে ধিক্কার দেয় তোমার অধীন।

যৌবন দানে দিয়ে ভিক্ষা, মন প্রাণ কর রক্ষা,
তুমিত ভাণ্ডারী পতি হাদী দীন হীন।

লেখক: আবদুল হাদী কাঞ্চনপুরী

error:

তুমি বিনে কেহ নাই