ঠক এবাদত কর কিসের গর্ব কর মন,
ঠকে কি ঠকাইতে পারে মহা প্রভু নিরঞ্জন।
মস্তকে ছজিদা কর, দিলে রাখি বাড়ী ঘর,
হস্ত হেলাই তছবি পড় স্ত্রী পুত্রে বান্ধামন।
এই বুঝি শরিয়ত, নবীজীর ত্বরিকত,
কোথায় বা ফরমাইয়াছেন নবী এইমত ফরমান।
ফওয়ায় লুল্লিল মুছাল্লিন কহে রাব্বুল আলামিন,
কোন মুছল্লিরে তারা খুলে দেখ ফোরকান।
আদ্যে ভজি মুর্শিদ ধন, হাদী কর ঠিক মন,
তবে শরিয়ত মতে ভজ প্রভু নিরঞ্জন।
যার নাই মুর্শিদীমান, মুর্শিদ তার হয় শয়তান,
হাদীসেতে নবীজীর এই মত ফরমান।