জাননি কেমন ভাণ্ডারী

জাননি কেমন ভাণ্ডারী চিননি কেমন,ভক্তগণের মন ভুলায়ে করল জ্বালাতন।। ভাণ্ডারী রসিক নারী, জানে কত ছল চাতুরী,নয়ন ঠারে পাগল করে পুরুষের মন।। ভাণ্ডারীর এমন লীলা, নানা ছলে করে খেলা,বাগদাদী আজমিরী রূপে দেখাইল চরণ।। আহম্মদের রূপ ধরি, করিয়াছেন দ্বীন জারি,যার নূরে আলোকিত ব্যাপিত ভূবন।। লাইলার রূপ ধরি, মজনুনকে পাগল করি,ইউসুপের রূপে পুনঃ ভুলায় নারীর মন।। লইয়া নানান […]

জাননি কেমন ভাণ্ডারী চিননি কেমন,
ভক্তগণের মন ভুলায়ে করল জ্বালাতন।।

ভাণ্ডারী রসিক নারী, জানে কত ছল চাতুরী,
নয়ন ঠারে পাগল করে পুরুষের মন।।

ভাণ্ডারীর এমন লীলা, নানা ছলে করে খেলা,
বাগদাদী আজমিরী রূপে দেখাইল চরণ।।

আহম্মদের রূপ ধরি, করিয়াছেন দ্বীন জারি,
যার নূরে আলোকিত ব্যাপিত ভূবন।।

লাইলার রূপ ধরি, মজনুনকে পাগল করি,
ইউসুপের রূপে পুনঃ ভুলায় নারীর মন।।

লইয়া নানান বেশ, ঘুরিয়া নানান দেশ,
অবশেষে মাইজভাণ্ডারে উড়াইল নিশান।।

ভাণ্ডারী যার আপন হয়, পাপ পুণ্য তার কিসের ভয়,
লাম ইয়াদুর-রুহু জুনবুন রসূলের বচন।।

ভাণ্ডারীর প্রেম বাগানে, যে গিয়েছে মধু পানে,
মনোবাঞ্চা পূর্ণ করে প্রভু নিরাঞ্জন।।

পুরুষ ভ্রমরা জাতি, জানে সবে প্রেমরীতি,
হিজরাগণে কি বুঝিবে প্রেম আলাপন।।

হাদিস কোরান মাঝে, রসূলাল্লাহ্ ফরমাইয়াছে,
প্রভুর দরশন মাগে পুরুষ যেই জন।।

হিজরাগণে দিবানিশি, মাগে পরকালের খুশী,
জানেনা ভাণ্ডারীর সাথে করিতে মিলন।।

ভাণ্ডারীর চরণ তলে, অধম লতিফে বলে,
তোমার ভাবে প্রাণ গেলে সাফল্য জীবন।।

লেখক : আবদুল লতিফ শাহ চন্দনাইশী

error:

জাননি কেমন ভাণ্ডারী