জগতে এস্ক পরম ধন।
এস্ক গুণে আল্লা নবীর মিলে দরশন।
অলি আর আম্বিয়ানে, গাউছ কুতুব এস্ক গুণে,
এস্কে গুণে এই ভুবনে যত আবদালগণ।
এস্ক যদি পয়দাশ করে, অসাধ্য সাধিতে পারে,
এস্কেতে জোলেখা পেল পুনঃর্বার যৌবন।
এস্কেতে কামেল যারা, মাবুদ দেখিল তারা,
নবীজীর মেরাজের বয়ান এস্কের কারণ।
রমেশ নিজে কপাল পোড়া, দিন গত হয় এস্ক ছাড়া,
এস্কের আশে সদাই করি ভাণ্ডারী স্মরণ।