ঘর বাড়ি ছারকার করি

ঘর বাড়ি ছারকার করি, দুপুর বেলা যার গৈ কালা বুকে শেল মারি। বিদেশি প্রবাসী কোন মন হরিল অ-ভাই প্রেম করি।। দিলে মায়া নাই বন্ধুয়ার মনে মায়া নাই, পাড়া পড়শির মায়া ছাড়ালি বৈদেশির লাই। আগে জানিতাম না খারাইতাম ভাঙ্গিয়া গিরার করি।। বইনরে তুই গেলি কোন পথে, মন শান্ত কর কান্ত মুখের সংবাদে। গিরাই তোর নাই টাকা […]

ঘর বাড়ি ছারকার করি,
দুপুর বেলা যার গৈ কালা বুকে শেল মারি।
বিদেশি প্রবাসী কোন মন হরিল অ-ভাই প্রেম করি।।

দিলে মায়া নাই বন্ধুয়ার মনে মায়া নাই,
পাড়া পড়শির মায়া ছাড়ালি বৈদেশির লাই।
আগে জানিতাম না খারাইতাম ভাঙ্গিয়া গিরার করি।।

বইনরে তুই গেলি কোন পথে,
মন শান্ত কর কান্ত মুখের সংবাদে।
গিরাই তোর নাই টাকা পয়সা, কেকারাইল পাস বারী।।

ও তোর সুন্দর গলা যৌবন,
স্বামী ছাড়া বসের কালে ও তুই মজিলি কেমন।
কে তুরে করিব মায়া, কে মাতাইব তুরে মুখ ভরি।।

অ-তুই অবিশ্বাসের জাত,
ভালবাসা দিয়া আশা না পুরাল স্বাদ।
কয় হীন খাইরুজ্জামা গেল ময়না চোখ মারি।।

লেখক: মাস্টার খাইরুজ্জামা

error:

ঘর বাড়ি ছারকার করি