গুরু পরম ধন ভজ শ্রীচরণ

গুরু পরম ধন ভজ শ্রীচরণ। গুরুর চরণ সেবিয়ে পায় নিরাঞ্জন।। গুরু নয়নতারা গুরু পরাণ সারা। গুরু দ্বিজগতে বটে জীবের জীবন।। গুরু পরাণের প্রাণী গুরু হৃদয়মণি। গুরু নাম লক্ষ কৈরে সঙ্কটে ত্বরণ।। গুরু ভেদ রব্বানী, এ আঁকারে ইনসানী। গুরু বিনে ত্রিভুবনে, অসার জীবন।। গুরুকে চিনিল যেই, প্রভুরে চিনিল সেই। গুরু না ভেইব ভিন গুরু মহাজন।। গুরু […]

গুরু পরম ধন ভজ শ্রীচরণ।
গুরুর চরণ সেবিয়ে পায় নিরাঞ্জন।।

গুরু নয়নতারা গুরু পরাণ সারা।
গুরু দ্বিজগতে বটে জীবের জীবন।।

গুরু পরাণের প্রাণী গুরু হৃদয়মণি।
গুরু নাম লক্ষ কৈরে সঙ্কটে ত্বরণ।।

গুরু ভেদ রব্বানী, এ আঁকারে ইনসানী।
গুরু বিনে ত্রিভুবনে, অসার জীবন।।

গুরুকে চিনিল যেই, প্রভুরে চিনিল সেই।
গুরু না ভেইব ভিন গুরু মহাজন।।

গুরু না হইলে সার, নারদ হয় গুরু তার।
এই মতে হাদীসে নবীজির বর্ণন।।

গুরু কিমিয়ার বুটি, স্বর্ণ করে মাটির ঘটি।
হযরত মাওলানা ধন মকবুল যেমন।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

গুরু পরম ধন ভজ শ্রীচরণ