গাউছ ধন বিনে মম

গাউছ ধন বিনে মম প্রাণ যে যায়, গোলাপ ছিটনে তাপী প্রাণ না জুড়ায়। তন মন প্রাণ জ্বলে, শীতল না হয় জলে, হৃদেরী আসন জ্বলে, বিরহের জ্বালায়। শয়নে জাগনে জ্বলে, পুষ্পের বাগান জ্বলে, ভ্রমর গুণগুণ জ্বালা দ্বিগুণ বাড়ায়। শয্যাতে বসিলে জ্বলে, কাঁদিতে নয়ন জ্বলে, প্রভাতে ভ্রমিতে জ্বলে যমুনার হাওয়ায়। হাদীর বিরহানলে, আকাশ পাতাল জ্বলে, ত্রিভুবন যায় […]

গাউছ ধন বিনে মম প্রাণ যে যায়,
গোলাপ ছিটনে তাপী প্রাণ না জুড়ায়।

তন মন প্রাণ জ্বলে, শীতল না হয় জলে,
হৃদেরী আসন জ্বলে, বিরহের জ্বালায়।

শয়নে জাগনে জ্বলে, পুষ্পের বাগান জ্বলে,
ভ্রমর গুণগুণ জ্বালা দ্বিগুণ বাড়ায়।

শয্যাতে বসিলে জ্বলে, কাঁদিতে নয়ন জ্বলে,
প্রভাতে ভ্রমিতে জ্বলে যমুনার হাওয়ায়।

হাদীর বিরহানলে, আকাশ পাতাল জ্বলে,
ত্রিভুবন যায় জ্বলে মদন জ্বালায়।

লেখক: আবদুল হাদী কাঞ্চনপুরী

error:

গাউছ ধন বিনে মম