কোন রসিকে আদর গরি

কোন রসিকে আদর গরি খাবাই দিল পান, পানর কোণাত লেখা আছে তুই বন্ধুয়ার নাম।। কোণা কোইন্যা পানের খিলি, বন্ধু আমায় না খাবাইলি। কার ভালবাসা পাইয়া মন কৈল্যা পাষাণ।। পরবাসীয়া ছিলাম ঘরে, আমি ন-মাতাইর কলঙ্কের ডরে। পরনে পিন্ধিয়া যৌবন, গুচতো অপমান।। হীন খাইরুজ্জামা বলে, আমি প্রেম করি বসর কালে। প্রেমের জ্বালা ভীষম জ্বালা, যে পাইল সন্ধান।। […]

কোন রসিকে আদর গরি খাবাই দিল পান,
পানর কোণাত লেখা আছে তুই বন্ধুয়ার নাম।।

কোণা কোইন্যা পানের খিলি,
বন্ধু আমায় না খাবাইলি।
কার ভালবাসা পাইয়া মন কৈল্যা পাষাণ।।

পরবাসীয়া ছিলাম ঘরে,
আমি ন-মাতাইর কলঙ্কের ডরে।
পরনে পিন্ধিয়া যৌবন, গুচতো অপমান।।

হীন খাইরুজ্জামা বলে,
আমি প্রেম করি বসর কালে।
প্রেমের জ্বালা ভীষম জ্বালা, যে পাইল সন্ধান।।

লেখক: মাস্টার খাইরুজ্জামা

error:

কোন রসিকে আদর গরি