কোন দেশইত্বে কারিগর

কোন দেশইত্বে কারিগর, রং বাজারে ভাঙ্গি দিল শিবের কারিগর। সেই ঘরেতে বসত করে রমজান আলী সওদাগর।। আলিফ যারে কয়, মনুরায় আলিফ যারে কয়। চেতনপুরে বসত করে করো পরিচয়। ক্বাপ অক্ষরে কর্ম সিদ্ধি মীমেতে লাগাইল ডর।। সম্মুখে নদী বন্ধুয়ার সম্মুখে নদী, বন্ধে বন্ধে মাইজ্জে পেরাক চল্লিশ অক্ষর দি। সমুদ্রে বসতী করলে ত্রিবেণীতে পাইবে চর।। এমন চতুর […]

কোন দেশইত্বে কারিগর,
রং বাজারে ভাঙ্গি দিল শিবের কারিগর।
সেই ঘরেতে বসত করে রমজান আলী সওদাগর।।

আলিফ যারে কয়, মনুরায় আলিফ যারে কয়।
চেতনপুরে বসত করে করো পরিচয়।
ক্বাপ অক্ষরে কর্ম সিদ্ধি মীমেতে লাগাইল ডর।।

সম্মুখে নদী বন্ধুয়ার সম্মুখে নদী,
বন্ধে বন্ধে মাইজ্জে পেরাক চল্লিশ অক্ষর দি।
সমুদ্রে বসতী করলে ত্রিবেণীতে পাইবে চর।।

এমন চতুর বন্ধুয়া এমন চতুর,
হামজা ধরি পূজা করে ব্রাহ্মণ ঠাকুর।
নোন অক্ষরে ধরা পড়ে সেবা দিতে মীমের ঘর।।

খাইরুজ্জামা কয়রে হীন খাইরুজ্জামা কয়,
বেদীনির কালীর পূজা মুসলমানর নয়।
কালীর সেবা ন’দেয় যেবা কাল দেবতার বড় ডর।।

লেখক: মাস্টার খাইরুজ্জামা

error:

কোন দেশইত্বে কারিগর