কৈরনা কৈরনা পিরীতি ভাবনা

কৈরনা কৈরনা পিরীতি ভাবনা, মরিবা পিরীতি সাধনে। পিরীতি করিয়া, গেল যে মরিয়া, ত্বরিল সে দুই জাহাঁনে।। পিরিতি সহিত কলঙ্ক হৈ মিত, পিরীতি করিল যে জনে। মন তন তার, হয় পরিষ্কার, বসন যেমন সাবুনে।। পিরীতি কাঞ্চন, অমূল্য রতন, পিরীতি রাখিও গোপনে। পিরীতি সুরীতি, পিরীতি সারথী, পিরীতি জানেনা কুজনে।। পিরীতি কি ধন, জাননিরে মন, পিরীতি করয়ে সুজনে। […]

কৈরনা কৈরনা পিরীতি ভাবনা,
মরিবা পিরীতি সাধনে।
পিরীতি করিয়া, গেল যে মরিয়া,
ত্বরিল সে দুই জাহাঁনে।।

পিরিতি সহিত কলঙ্ক হৈ মিত,
পিরীতি করিল যে জনে।
মন তন তার, হয় পরিষ্কার,
বসন যেমন সাবুনে।।

পিরীতি কাঞ্চন, অমূল্য রতন,
পিরীতি রাখিও গোপনে।
পিরীতি সুরীতি, পিরীতি সারথী,
পিরীতি জানেনা কুজনে।।

পিরীতি কি ধন, জাননিরে মন,
পিরীতি করয়ে সুজনে।
পিরীতি কারণ, করিলা সৃজন,
দু’কূল হযরত রহমানে।।

জগতে দুর্জন, বটে যার মন,
মজে না পিরীতি সাধনে।
নবীর সহিত, যখন পিরীত,
করিলা হযরত ছোবহানে।।

চন্দ্রের সহিত, করিল পিরীত
দিবাকরে দেখ গগনে।
আর্শয়ে কুর্ছিয়ে, গগনে পিরীতি,
করিল ধরণী সদনে।।

জগতে এমন, আছে কোন জন,
করে না পিরীতি দু’জনে।
গাউসে আজমে, করিলা করমে,
পিরীতি মকবুলেরী সনে।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

কৈরনা কৈরনা পিরীতি ভাবনা