কেবা হরি নিলরে

কেবা হরি নিলরে, শ্যাম রাধের মন। প্রেমের রসিক কানাই, মাইজভাণ্ডারী গাউসধন।। কদম্বেরী ডালে থাকি, বাদ্যের সুগমন দেখি। প্রেম ফাঁদ পাতিল, আরম্ভে বাঁশি আলাপন।। ওহে সখা প্রাণনাথ, কেন হান বজ্রাঘাত। প্রেম দানে সুখি কর, মোরে রাখ সজীবন।। অধীন করিম কয়, কত দুঃখ প্রাণে সয়। বিনা আলাপনে অদর্শনে, মারে প্রাণে গাউসধন।। লেখক : বজলুল করিম মন্দাকিনী

কেবা হরি নিলরে, শ্যাম রাধের মন।
প্রেমের রসিক কানাই, মাইজভাণ্ডারী গাউসধন।।

কদম্বেরী ডালে থাকি, বাদ্যের সুগমন দেখি।
প্রেম ফাঁদ পাতিল, আরম্ভে বাঁশি আলাপন।।

ওহে সখা প্রাণনাথ, কেন হান বজ্রাঘাত।
প্রেম দানে সুখি কর, মোরে রাখ সজীবন।।

অধীন করিম কয়, কত দুঃখ প্রাণে সয়।
বিনা আলাপনে অদর্শনে, মারে প্রাণে গাউসধন।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

কেবা হরি নিলরে