ওহে নিরাঞ্জন তুমি মাত্র নিরাকার।
সয়াল সংসার তব জ্যোতের বাহার।।
তুমি একেশ্বর মাত্র নাহিক দোসর।
তব রূপ গুণে কেহ নহে সমস্বর।।
রূপোরুণে মিমাবৃত করিয়ে স্থাপন।
নানা গুণে ঝলকিয়ে হইলা গোপন।।
রূপার্ণবে জ্ঞান গুণে করিয়ে তরঙ্গ।
প্রকাশিলা সর্বস্থানে বিশ্ব নানা রঙ্গ।।
সর্ব বিশ্বে জ্ঞান গুণে ব্যাপিয়ে আপন।
অহরহ মাত্র তুমি সর্ব প্রাণ ধন।।
এক এক বিশ্ব তব এক এক নাম।
নাম লক্ষে বিরাজিলে আপে সর্ব ঠাম।।
ওহে নিরাঞ্জন তুমি মাত্র নিরাকার
ওহে নিরাঞ্জন তুমি মাত্র নিরাকার। সয়াল সংসার তব জ্যোতের বাহার।। তুমি একেশ্বর মাত্র নাহিক দোসর। তব রূপ গুণে কেহ নহে সমস্বর।। রূপোরুণে মিমাবৃত করিয়ে স্থাপন। নানা গুণে ঝলকিয়ে হইলা গোপন।। রূপার্ণবে জ্ঞান গুণে করিয়ে তরঙ্গ। প্রকাশিলা সর্বস্থানে বিশ্ব নানা রঙ্গ।। সর্ব বিশ্বে জ্ঞান গুণে ব্যাপিয়ে আপন। অহরহ মাত্র তুমি সর্ব প্রাণ ধন।। এক এক বিশ্ব […]