ওরে অবোধ মন ভজ

ওরে অবোধ মন ভজ মাওলার যুগল চরণ। এক মনে নিত্য ধ্যানে পাবি অমূল্য রতন।। মাওলা ধনের যুগল পদে ভক্তি রাখ অনিবার, দয়া করে দয়ার সিন্ধু ভব সিন্ধু করবে পার, নিদান বন্ধু কৃপা বিন্দু করবে তোরে বিতরণ।। কাঙ্গাল দেখে দয়া যদি করে সে দয়ার সাগর। এক পলকে হবি মন তুই বিশ্ব রাজ্যের অধিশ্বর, নিরানন্দ ঘুচে হইব […]

ওরে অবোধ মন ভজ মাওলার যুগল চরণ।
এক মনে নিত্য ধ্যানে পাবি অমূল্য রতন।।

মাওলা ধনের যুগল পদে ভক্তি রাখ অনিবার,
দয়া করে দয়ার সিন্ধু ভব সিন্ধু করবে পার,
নিদান বন্ধু কৃপা বিন্দু করবে তোরে বিতরণ।।

কাঙ্গাল দেখে দয়া যদি করে সে দয়ার সাগর।
এক পলকে হবি মন তুই বিশ্ব রাজ্যের অধিশ্বর,
নিরানন্দ ঘুচে হইব নিত্যানন্দেতে মগন।।

রমেশ বলে চরণ তলে যে পেয়েছে ঠিকানা,
নূরী চরণ মাথায় নিয়ে দোজক বেহেস্ত চিনে না।
আসল ধনে ধনী হলে নকল ধন কি প্রয়োজন।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

ওরে অবোধ মন ভজ