এবে মোরে দেখ ওহে প্রাণের প্রাণ।
তোমার লাগি হারাইলাম জাতী কুলমান।।
তব প্রেমে পড়ি, ইষ্ট মিত্রের বৈরি।
গেল লোকের ভালবাসা পৈরনের শান।।
আমি তোর প্রেম ভোমরা, লোকে জানে যৌবন চোরা।
তে কারণে ছি ছি বলে করে লা’নতান।।
লোকেরি তাহানে, ভয় নাই অধীনে।
ছালামেরে দয়া করি কর প্রেম দান।।