একি জ্বালা দিয়ে গেল

একি জ্বালা দিয়ে গেল, গাউসুল আজম মাইজভাণ্ডারী। আপন হারা করে গেল, স্বপ্নে দেখা দিই আমারি।। শশীমুখ জ্যোতি জোর, যে হৃদেরি কর্তা মোর। তিলেক দহিয়া সব, বিনামায়া প্রাণে মারে।। মনে করি অনুমান, বিজলি ছট প্রমাণ। ক্ষণে দেখি ক্ষণে নাই প্রাণ যাবে হাহাকার।। হে দুঃখী করিম দাস, পেতে যদি কর আশ। সজিদা আরজ কর, মাইজভাণ্ডারীর দরবার।। লেখক […]

একি জ্বালা দিয়ে গেল, গাউসুল আজম মাইজভাণ্ডারী।
আপন হারা করে গেল, স্বপ্নে দেখা দিই আমারি।।

শশীমুখ জ্যোতি জোর, যে হৃদেরি কর্তা মোর।
তিলেক দহিয়া সব, বিনামায়া প্রাণে মারে।।

মনে করি অনুমান, বিজলি ছট প্রমাণ।
ক্ষণে দেখি ক্ষণে নাই প্রাণ যাবে হাহাকার।।

হে দুঃখী করিম দাস, পেতে যদি কর আশ।
সজিদা আরজ কর, মাইজভাণ্ডারীর দরবার।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

একি জ্বালা দিয়ে গেল