একি চিত্র হেরি মানব আঁকারে।
নানা লীলা করে বসি মাইজভাণ্ডারে।।
মারি ভুরু কাটারী জীবন হরে।
অধরের জলে পুনঃ জিন্দা করে।।
পতঙ্গ করিয়ে রূপ সামা পরে।
জগৎ জ্বালাই প্রেমে ভস্ম করে।।
নিষ্কলঙ্ক শশী কিমিয়া নজরে।
করি প্রভু সিংহাসন জ্যোতি করে।।
বাবা মাওলানাজী কৃপা দৃষ্টি যোগে।
কর কিমিয়া মকবুল দাস মাইরে।।