আর কত দিন হৈয়ে তুই ভিন, ধূল খেলা খেলিবি মন।
ধূলা ফেল এবে চল প্রেম খেলি বন্ধের সন।।
খেলিবারে প্রেম খেলা, যবে সবাকে সৃজিলা।
আজু কিসে ভুলি রৈলা, ভব পৃতে ভোলা মন।।
ক্বালু বালায়ে আকদ বান্ধি, শ্যাম বন্ধুয়ার হৈ বাঁন্দি।
পারদারিক ভাবে আজু, কিসে ভুল স্বামী ধন।।
লোচ্চা তোরে ফাঁকি দিব, শত্রু প্রায় ছেড়ে যাব।
যবে তোরে ধৈরে নিব, আসিয়া বন্ধের শমন।।
নানান যাতনা দিয়া, কষি কষি প্রাণ হরিয়া।
যবে তোরে যাব লৈয়া, দেখব না’রে ঐ কুজন।।
লম্পটের প্রেম ছাড়, মাওলানা চরণ বড়।
মকবুল অধীনে বলে, আপ্ত স্বামী পরম ধন।।