আয় বড় পীর আবদুল কাদের জিলানের জিলানী,
তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি।
জন্ম তোমার জিলানেতে তরিকা হয় কাদেরিয়া,
আবু ছালেহ মুছা জঙ্গি হলেন যে তোমার পিতা,
উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী।
ষাট বৎসর বয়সেতে গর্ভে ধরেন ফাতেমা,
খবর শুনে মহাখুশি হলেন গো তোমার পিতা,
শেষ বয়সে সন্তান আশায়, খুশি জনক-জননী।।
প্রথম মাসেতে স্বপ্নে এলেন বিবি মা হাওয়া,
শুন শুন শুন ওগো- উম্মুল খায়ের ফাতমা,
তোমার কোলে আসবেন যিনি, গাউসুল আজম নাম শুনি।।
দ্বিতীয় মাসেতে এলেন বিবি সারাহ্ জননী,
শুন ওগো মা ফাতেমা, শুন হোসাইন নন্দিনী,
তোমার ঘরে পয়দা হবে, মারেফতের খনি।।
তৃতীয় মাসের কালে এলেন বিবি আছিয়া,
শুন ওগো মা ফাতেমা, শুন তুমি মন দিয়া,
তোমার ঘরে বসে আছেন, ভেদের মালিক হয় যিনি।।
চার মাসের কালে মরিয়ম,পঞ্চমে তে খাদিজা,
ছয় মাসে দিলেন খবর, মা আয়েশা আসিয়া,
তোমার গর্ভে পয়দা হবে অলীকুল শিরোমণি।।
লেখক : আল্লামা হাফেজ এম আব্দুল জলিল