আয়রে আয় রহমান মন্জিল মাইজভাণ্ডার,
ঔরছ মেলা প্রেমের খেলা দেখবি আশেকের গোলজার।
দুই দিকে দুই রওজা বাত্তি জ্বলে অনিবার,
হালকা তালে আশেক নাচে আল্লাহু জিকির সার,
উট, গরু, গয়াল, মৈষ সংখ্যা নাই ছাগল, ভেড়ার।
মাঝে মাঝে নলকূপ আছে পিপাসী লোক পানি খায়।
কেহ ছিটে আতর গোলাপ বাবাজানের হুজুরায়,
বাবা জানের পশ্চিম পার্শ্বে রোয়াজা শাহাজাহাদার।
কেহ রান্ধে কেহ খাবায় খেদমতে আছে মশগুল,
নানা রকম বাদ্য বাজে হক ভাণ্ডারী শব্দ মূল,
হিন্দু, মুসলিম, খৃষ্টান, বৌদ্ধ মিলন কেন্দ্র প্রেম দরবার।
রমেশ বলে হুকুম মতে দুই একবার দরবারে যাই,
খেদমতে হাজির হতে এই পোড়া কপালে নাই,
দয়া করে বাবায় যদি খেদমতে রাখে এইবার।