আমার হৃদে হানি বান, দেহ ছাড়া করলে আমার প্রাণ।।
হৃদে সদা ছটফট,
মনে মায়া নেই, বন্ধু কেবল কপট।
দুঃখে মরি, ঘরে ফিরি, যাঁর বিচ্ছেদে স্থানে স্থান।।
নানান ছলে কাতরায়,
মাইজভাণ্ডারী গুণমণি মুরারী বাজাই।
না সহে উদাসী প্রাণে সারেঙ্গীর আকর্ষণ।।
কত একি জয়রোল,
হাত ঢোলকী, তবলা টুকা বেহালার বোল।
মৃদঙ্গ মন্দিরা বেণু, হারমনি সেতারার তান।।
শুনে এত আলাপন,
শূন্য গতি উড়ে তাপী করিমের মন।
তালে তালে গায় দাসে মাইজভাণ্ডারীর গুণ গান।।