আমার মন উদাসী হলরে আজ ভাণ্ডারীর কারণ
আমার মওলাজির কারণ।।
আমার বলতে ছিল যারা, দাসী হইল তারা
হাত দুখান উদাসী হল ধরিতে চরণ।।
গগনেতে থাকে শশী, জলে কুমুদী উদাসী।
তেমনি আমার মন উদাসী মাওলাজীর কারণ।।
মেঘের ডাকে ময়ূর সকল, পেখম ধরে নাচে কেবল,
তেমনি আমার কর্ণ যুগল নাম করতে শ্রবণ।।
চাতক যেমন মেঘের তরে, পদ্মিনী দেখতে ভানুরে,
তেমনি দেখতে ভাণ্ডারীরে উদাসী নয়ন।।
বাবার রাঙ্গাচরণ যদি পাইতাম, বুকেতে বাজাইয়া নিতাম,
ঐ চরণে গোলাম হইতাম জনমের মতন।।
হাত উদাসী মন উদাসী শ্রবণ আর নয়ন উদাসী,
রমেশ রৈলাম ঘরে বসি কোন কথার কারণ।।