আমার নাগর বন্ধু শ্যাম,
তোমার জন্যেতে আমি কলঙ্কী হইলাম।।
পাড়ার লোকে মন্দ বলে তোমারি কারণ।
আমি বুঝি আমার পক্ষে সুগন্ধ চন্দন।।
আমার কুল গিয়াছে মান গিয়াছে শুনি বাড়ী বাড়ী।
আমি নাশাকে পেতে হইলেম পথের ভিখারী।।
আমার জাত গেল কুল গেল বলে এই ঘোষণা করে।
জানি সর্বজাতির ভাত খায় আমার জাত নাশা ঠাকুরে।।
আমার মনের কথা প্রাণের ব্যথা জান বন্ধু তুমি।
যার যে ইচ্ছা বলুক তারা আমার ভাবে আমি।।
রমেশ বলে কি করিবে জাতে আর কুলে।
এই নিশা কি ছুটবে আমার গালায় ছুরি দিলে।।