আপনা প্রেমে আপে মজি

আপনা প্রেমে আপে মজি আপে পাগলিন্। আপে প্রেমে আপে প্রেমিক আপে ছোহাগিন্।। আপনা বিরহে আপে হারি, আপে ছইন্যাছিন্। আপনা বিচ্ছেদ জ্বালা, আপে ছদা উদাছিন্।। আপে মাতা আপে পিতা আপনে বালক। আপনা গোঁদ মেঁ আপে খেলি পুলকিত মন্।। আপে পুস্প আপে ভ্রমর, আপনে বাহার। আপনা কুঞ্জেতে আপনা ফুলকা আপে হোঁ মালীন।। আপে হারি কাঞ্চননগর, কি বন্ […]

আপনা প্রেমে আপে মজি আপে পাগলিন্।
আপে প্রেমে আপে প্রেমিক আপে ছোহাগিন্।।

আপনা বিরহে আপে হারি, আপে ছইন্যাছিন্।
আপনা বিচ্ছেদ জ্বালা, আপে ছদা উদাছিন্।।

আপে মাতা আপে পিতা আপনে বালক।
আপনা গোঁদ মেঁ আপে খেলি পুলকিত মন্।।

আপে পুস্প আপে ভ্রমর, আপনে বাহার।
আপনা কুঞ্জেতে আপনা ফুলকা আপে হোঁ মালীন।।

আপে হারি কাঞ্চননগর, কি বন্ মেঁ আপে।
মকবুল আপনাহি সাধনে আপে হোঁ যোগীন্।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

আপনা প্রেমে আপে মজি