আজি রসিকগণ রস সিন্ধু বহিল

আজি রসিকগণ, রস সিন্ধু বহিল। রসের তরণী আমার, রঙ তরঙ্গে ভাসিল।। সুসজ্জিত কুঞ্জবন, কর বনে রঙ বিতরণ। রঙ্গের প্রতিমা কাননে, মোহন বাঁশি বাজিল।। দূরে গেল দুঃখ দশা, পূর্ণ হবে মনের আশা। রসিক শ্যামের বাঁকা নয়ন, সিংহাসনে বসিল।। চৌদিকেতে যন্ত্র ধ্বনি, মুরারির আলাপনি। চতুর্পার্শে সখিগণ, অপসরা নাচিল।। কামের কুমারগণ, চল করি আগমন। এ বলে করিমের মন, […]

আজি রসিকগণ, রস সিন্ধু বহিল।
রসের তরণী আমার, রঙ তরঙ্গে ভাসিল।।

সুসজ্জিত কুঞ্জবন, কর বনে রঙ বিতরণ।
রঙ্গের প্রতিমা কাননে, মোহন বাঁশি বাজিল।।

দূরে গেল দুঃখ দশা, পূর্ণ হবে মনের আশা।
রসিক শ্যামের বাঁকা নয়ন, সিংহাসনে বসিল।।

চৌদিকেতে যন্ত্র ধ্বনি, মুরারির আলাপনি।
চতুর্পার্শে সখিগণ, অপসরা নাচিল।।

কামের কুমারগণ, চল করি আগমন।
এ বলে করিমের মন, মাইজভাণ্ডারে চলিল।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

আজি রসিকগণ রস সিন্ধু বহিল