আঁখি ঠারে মন ভোলায়ে

আঁখি ঠারে মন ভোলায়ে কৈল্যা উদাসী। ঘরের বাহির কৈল্যা ইঙ্গিতে হাসি।। আমারে সরলা পেয়ে, কুল মান ডুবাইয়ে। কত দেশে ভ্রমাইয়ে কৈল্যা সন্যাসী।। আদ্যে সে ভালবাসিয়ে, হৃদয়েতে জ্বালা দিয়ে। গলাগলি প্রেম খেলি দুই জনে বসি।। কলঙ্কের হার গলে, পরাইয়ে সে বিরলে। রহস্যতা দেখি হাসে কষিয়ে ফাঁসি।। প্রিয়ধন মাওলানা, দেও কিসে এ যাতনা। মকবুলেরে তোষ এবে হৃদয়ে […]

আঁখি ঠারে মন ভোলায়ে কৈল্যা উদাসী।
ঘরের বাহির কৈল্যা ইঙ্গিতে হাসি।।

আমারে সরলা পেয়ে, কুল মান ডুবাইয়ে।
কত দেশে ভ্রমাইয়ে কৈল্যা সন্যাসী।।

আদ্যে সে ভালবাসিয়ে, হৃদয়েতে জ্বালা দিয়ে।
গলাগলি প্রেম খেলি দুই জনে বসি।।

কলঙ্কের হার গলে, পরাইয়ে সে বিরলে।
রহস্যতা দেখি হাসে কষিয়ে ফাঁসি।।

প্রিয়ধন মাওলানা, দেও কিসে এ যাতনা।
মকবুলেরে তোষ এবে হৃদয়ে মিশি।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

আঁখি ঠারে মন ভোলায়ে