অহে মম প্রাণেশ্বর থেকে সদা প্রাণাসনে।
প্রাণপতি হৈয়ে কেন, না তোষিলা দর্শন দানে।।
মন প্রাণে হয়ে যুক্ত, চক্ষু থেকে হৈলা লুপ্ত।
তুমি আমার কোলে, আমি খোঁজি বন বৃন্দাবনে।।
তুমি হও সর্বস্থানে, সর্বাকারে সু ব্যাপীত।
প্রাণসঙ্গি থেকে কেন, না পাই তোমা কোনস্থানে।।
অতি নিকটতা বুঝি, হৈল লুকন কারণে।
নেত্র মণি প্রায়ে বুঝি, নেত্রে রহিছ গোপনে।।
সে তোমারি সঙ্গে সঙ্গে, খেলে সদা প্রেম রঙ্গে।
মকবুল ঢুড়িছ কেন, তাঁরে বন বৃন্দাবনে।।