অহে প্রাণেশ্বর প্রাণাসনে করহ

অহে প্রাণেশ্বর প্রাণাসনে করহ জ্যোতির্ময়। তুমি বিনে প্রাণাসন সদা আমার তমময়।। তুমি মম প্রাণবন্ধু, প্রাণ সিংহাসন ইন্দু। তুমি বিনে প্রাণাসনে, হৈবেনা দিপ্তীময়।। তোমার আশায় প্রাণাসন, সাজায়েছি প্রাণপণ। কর একবার আসন, অহে মম দয়াময়।। মকবুল আসন বাঁকা, একবার এসো প্রাণসখা। দিয়ে যাও আমায় দেখা, প্রাণ কর জ্যোতির্ময়।। লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

অহে প্রাণেশ্বর প্রাণাসনে করহ জ্যোতির্ময়।
তুমি বিনে প্রাণাসন সদা আমার তমময়।।

তুমি মম প্রাণবন্ধু, প্রাণ সিংহাসন ইন্দু।
তুমি বিনে প্রাণাসনে, হৈবেনা দিপ্তীময়।।

তোমার আশায় প্রাণাসন, সাজায়েছি প্রাণপণ।
কর একবার আসন, অহে মম দয়াময়।।

মকবুল আসন বাঁকা, একবার এসো প্রাণসখা।
দিয়ে যাও আমায় দেখা, প্রাণ কর জ্যোতির্ময়।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

অহে প্রাণেশ্বর প্রাণাসনে করহ